ঢাকা,
১৪ জানুয়ারী, '০৮
রাত সাড়ে ন'টা।
তাহলে, অবশেষে আমি একটা ডায়েরি পেলাম। এখন, কথা হল, আমি ডায়েরিতে লিখবটা কি।
অনেক্ষণ ধরেই ভাবছি, ডায়েরিতে কি প্রতিদিনের ঘটনা লিখব, নাকি শুধু কিছু বিশেষ ঘটনা লিখব।
ও, তার আগে একটা কাজ করা দরকার। ডায়েরিতে কিছু লিখলে আসলে কেউকে কিছু বলার মজা পাওয়া যায়না। তাই ডায়েরিটার একটা নাম দেওয়া যাক।
আনা ফ্র্যাঙ্কের ডায়েরি, বইটা পড়িনি, তবে মূল কথা কিছু জানি। যেমন, আনা তার ডায়েরিকা কিটি বলে ডাকতেন। আমিও তাহলে কিটি নাম দিতে পারি এই ডায়েরিটার, তবে, সমস্যা হল, কিটি নাম দিলে ডায়েরিটাকে কেমন যেন মানুষ মানুষ লাগে। আর যদি আমি একজন মানুষের সাথে কথা বলি, তাহলে তো সে-ও আমার সাথে কথা বলত, আমার কথার প্রত্যুত্তর করত, তাইনা?
কিন্তু, একটা নির্জীব ডায়েরি তো তা পারবেনা। তাই, ডায়েরিটাকে এমন কিছু একটা ভেবে নিতা হবে, যাতে এরকম না থাকে। তাহলে কি ভাবা যায়?
আমার বিড়াল পালার খুব সখ। কয়েক বছর আগে যখন ঢাকার বাইরে থাকতাম, তখন অবশ্য বিড়াল পেলেছি। সেখানে আমি থেকেছি তিন বছর বয়স থেকে। আর সেখান থেকেই বিড়াল আমার সাথে। মনে হয় সেখানে যে দশ বছর ছিলাম, সে দশ বছরে প্রায় চার-পাঁচটা বিড়াল পেলেছি। মনে হয়, ছোটবেলা থেকে বিড়াল দেখতে দেখতে এই প্রাণিটার প্রতি আমার একধরনের মায়া তৈরি হয়ে গেছে...
এতো আজেবাজে কথা বাদ দিয়ে আসল কথায় ফোকাস করা দরকার। তাহলে ডায়েরিটাকে একটা বিড়াল ভাবি?
হুম্ম্, good choice. বিড়াল ভাবলে আমার খুব ভাল লাগবে। আর, কোন সমস্যাও থাকেনা, কারণ পোষা বিড়ালের সাথে কথা বলাই জটতে পারে, এতে আর প্রত্যুত্তোরের সমস্যা থাকবেনা।
তো, আমার বিড়ালের নাম কি দেওয়া যায়? দেখি লিস্টে কি কি আছে--
মিনি,
মিউ,
কিটি,
আ,আরতো কোন নাম খুঁজে পাচ্ছিনা।
তাহলে দেখি কন নাম রাখা যায়।
কিটি রাখা যাবেনা। কারণ আনা আপু আরো অনেক আগে এই নাম তার ডায়েরিকে দিয়েছেন। এটা রাখলে সুন্দর হতো, তবে unique-ভাবটা থাকত না।
ওদিকে মিনি নামটাও সুন্দর, কিন্তু অনেক পপুলার।
তাহলে বাকি থাকল মিউ। I think it is the perfect name for my cute little kitten.
উফ, লিখতে লিখতে ক্ষিধা লেগে গেল। রাত বাজে দশটা। থাক, খেয়েই নাহয় লিখব।